বর্তমানে বাংলাদেশের একটা গরম খবর হলো স্টারলিংক কারন, স্টারলিংক হলো একটি সেটেলাইট ইন্টারনেট সরবরাহ করার প্রতিষ্ঠান , যার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, যিনি কিনা এই মুহুর্তে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি, শুধু তাই না ইলন মাস্ক আমেরিকার বর্তমান সরকারের একজন মন্ত্রী,
কথা হলো ইলন মাস্কের কম্পানি স্টারলিংক বাংলাদেশে এলে বাংলাদেশের লোকাল ইন্টারনেট সংযোগ করার প্রতিষ্ঠান গুলো দেউলিয়া কেন হবে?
এর কারন হলো বর্তমানে বাংলাদেশে যেই লোকাল ইন্টারনেট প্রোভাইডার রেয়েছেন ও যত সিম কম্পানি রেয়েছে তারা এক প্রকার মনোপলি বা পুরো ইন্টারনেট মার্কেট দখল করে রেখেছে যার ফলে তাদের লো কোয়ালিটির ইন্টারনেটের জন্য সাধারণ জনগণকে অনেক টাকা দিতে হয়, কিন্তু স্টারলিংক হলো পৃথিবীর সব থেকে ভালো একটি ইন্টারনেট সরবরাহ করার প্রতিষ্ঠান, তাই এটার কোনো সন্দেহই নেই যে স্টারলিংক বাংলাদেশে এসে পড়লে ১ বছরে বাংলাদেশের সকল ইন্টারনেট সংযোগ করার প্রতিষ্ঠান ও সিম কম্পানি গুলো প্রায় ৪০% কাস্টমার হারাবে, আর অপরদিকে সাধারণ জনগণ কম দামে ভালো মানের ইন্টারনেট ব্যবহার করতে পারবে, সব ঠিক থাকলে ১ মাসের মধ্যেই স্টারলিংকের ইন্টারনেট সাধারণ জনগণ নিতে পারবে, এটার দাম যেমনই হোক না কেন, মানের দিক দিয়ে স্টারলিংক পৃথিবীর সবথেকে ভালো ইন্টারনেট প্রোভাইডার, কারন এখন বাংলাদেশে বর্না, তুফান হলেই বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়, স্টারলিংক এই সমস্যা টাই দূর করে দেয়, কারন স্টারলিংক সরাসরি পৃথিবীর বাহিরে থেকে ইন্টারনেট সরবরাহ করে থাকে, তাই বাংলাদেশের যেকোনো জায়গায় যেকোনো সময় ভালো মানের ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হবে।
Keywords: elon musk starlink bangladesh
starlink satellites in the sky in bangladesh
is starlink available in bangladesh
starlink internet in bangladesh
ইলন মাস্কের স্টারলিংক
elon musk satellites in the sky
starlink in bangladesh
0 মন্তব্যসমূহ